এইচ এম জাকিরঃ ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের নাদের মিয়া পরিবারের কৃতি সন্তান মোঃ সরওয়ার আলম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) পদে উন্নীত হলেন।
সরকার পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) পদে উন্নীত করেছেন। সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির তথ্য জানানো হয়।
এরমধ্যে ভোলার কৃতি সন্তান সরওয়ার আলমকে অতিরিক্ত আইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) পদে উন্নীত করা হয়।
এদিকে সরওয়ার আলমকে অতিরিক্ত আইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) পদে উন্নীত করায় তার জন্মস্থান নিজ জেলা ভোলার সর্বমহলে শুরু হয়েছে আলোচনা। একে একে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ভোলা বাসীর জন্যই এটি অত্যন্ত খুশির ও আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন জেলার বিজ্ঞ মহল।