মোঃ ফারাবি হক তোহান, লালমোহনঃ
দেশজুড়ে সাংবাদিকের উপর নির্যাতন-হামলা মামলা সহ বিভিন্ন ধরনের হয়রানি ও গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে ভোলার লালমোহনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে লালমোহন প্রেসক্লাব ও লালমোহনে কর্মরত সকল সাংবাদিকের উদ্যোগে লালমোহন চৌরাস্তার মোড়ে ঘন্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন।
এসময় বক্তব্য রাখেন, আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, সংগ্রামের প্রতিনিধি মো. মাহাবুব আলম, মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মো. ইউসুফ আহমেদ, সংবাদের প্রতিনিধি শাহিন কুতুব, প্রতিদিনের কাগজের প্রতিনিধি শাহিদুল তন্ময় প্রমুখ।
বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনের সময় এবং সন্ত্রাসীদের একটি সন্ত্রাস কর্মকাণ্ডের ভিডিও ধারণ করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এসকল সন্ত্রাসীদের পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ায় সে ব্যবস্থা করতে হবে। এছাড়া তুহিনের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। এছাড়া দেশের অন্যান্য স্থানে যে সকল সাংবাদিকগণ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় ভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে ও সাংবাদিকদের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
দেশের সাংবাদিকগণ সঠিক ভাবে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এজন্য সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের জসিম জনি, দৈনিক ইনকিলাব সাংবাদিক মোঃ মাহফুজুল হক,আজকের ভোলার শাহিন আলম মাকসুদ, দৈনিক খবর সংযোগ মোঃ মুশফিক হাওলাদার, দৈনিক ভোরের বানী রিয়াজ উদ্দিন, দৈনিক রূপালী বাংলাদেশ ইব্রাহীম আকাশ, দৈনিক তৃতীয় মাত্রা আমজাদ খান জুলহাস প্রমুখ।