বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ঢাকার গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য কুপিয়ে হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের ফাঁসির দাবীতে ভোলার বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকল সন্ত্রাসীদের গ্রেফতর ও হত্যাকারীর দ্রুত ফাঁসি কার্যকরসহসাং বাদিকদের নিরাপত্তার দাবীতে শনিবার সকালে বোরহানউদ্দিন থানার সামনে বোরহানউদ্দিন কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মনিরুজ্জামান মনির, দৈনিক আমার সংবাদ ও দৈনিক আজকের পরিবর্তন প্রতিনিধি এইচ. এম. এরশাদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি নীল রতন, দৈনিক আজকালের খবর প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন নয়ন, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি পরাণ আহসান, দি প্রেজেন্ট টাইমর্স প্রতিনিধি মোঃ কবির হোসেন, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ ফয়সাল আহম্মেদ, দৈনিক খবর পত্র প্রতিনিধি সোহেল মাহমুদ, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ, দৈনিক আমাদের মাতৃভূমি ও দৈনিক বাংলাদেশ বাণী প্রতিনিধি মোঃ রিয়াজ উদ্দিন ফরাজি, দৈনিক বরিশালের কথা ও দৈনিক আলোচিত কন্ঠ প্রতিনিধি মোঃ নুরনবী, সাংবাদিক সাগর চৌধুরী,
দৈনিক আমাদের সময় প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক কালবেলা প্রতিনিধি এইচ এ শরিফ, দৈনিক সত্য সংবাদ প্রতিনিধি মোঃ সোহেল, দৈনিক সমবানী প্রতিনিধি এম এ অন্তর হাওলাদার, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি মোঃ মিজান, নিউজ ২১ প্রতিনিধি কাজী আল আমিন, দৈনিক আমাদের অর্থনিতি প্রতিনিধি মোঃ নাসির পাটওয়ারী, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিনিধি মোরশেদ আলম ভুইয়া, দৈনিক জনবানী প্রতিনিধি মোঃ সোবাহান, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম রুবেল, দৈনিক বাংলাদেশ বাণী প্রতিনিধি মোঃ জামালউদ্দিন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম শামিম।
এ সময় বক্তারা বলেন, বরাবর দেখা গেছে সাংবাদিকরা পক্ষে লিখলে ভালো বিপক্ষে লেখলেই খারাপ, এই জায়গা থেকে দেশের প্রতিটি রাজনৈতিক দলসহ সকলকে বেরিয়ে আসতে হবে। সাংবাদিক কারো ব্যক্তিগত গোলাম নয়, এটি একটি স্বাধীন পেশা। যেখানে রাষ্ট্রের চতুর্থ স্তম্বই হচ্ছে সাংবাদিক সেখানে সেই সাংবাদিকদেরকে নিরাপত্তা দিতেই যখন রাষ্ট্র ব্যর্থ, তাহলে সে রাষ্ট্রের পরিচালনাকারী কেউই এই সকল দায়ভারে এড়াতে পারেন না। তাই সাংবাদিকদের নিরাপত্তার পাশাপাশি তাদের উপর অত্যাচার নির্যাতন জুলুম-নিপীড়ন বন্ধে বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি জোরালো দাবি জানান।