1. live@www.skynewsbd24.com : Sky NEWS BD24 : Sky NEWS BD24
  2. info@www.skynewsbd24.com : Sky NEWS BD24 :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় এনআরবিসি ব্যাংকের আয়োজনে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঋণ বিতরণ ভোলায় কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত দ‌রিদ্র ঈমনের চি‌কিৎসার দায়ীত্ব নিলেন ভোলার গণমাধ্যম কর্মীরা ভোলার দারুল হাদিস কামিল মাদরাসার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে অ্যালামনাইদের আনুষ্ঠানিক রেজিষ্ট্রেশন উদ্বোধন রাজনৈতিক কোন্দল ও বিভিন্ন অপপ্রচারে চরম বিপাকে চরফ্যাশন উপজেলা প্রশাসন আজ বিজেপি নেতা খসরু মিয়ার চতুর্থ মৃত্যু বার্ষিকী অগ্রহণযোগ্যরাই পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছে, মেজর (অব)হাফিজ ভোলায় আরিফ হত্যার তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান, পিবিআই বা সিআইডির কাছে মামলা হস্তান্তরের দাবি  ভোলায় গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা ছেলের হাতেই খুন হয়েছে বাবা, নিশ্চিত করলো পুলিশ

তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক কবির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

তজুমদ্দিন প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে বাকপ্রতিবন্ধী যুবক মো. কবির রাড়ী (৩৫) হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় জনতা। শুক্রবার সকালে বাংলাবাজার ও দক্ষিণ খাসেরহাট এলাকায় হাজারো মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।

নিহত কবিরের পরিবার ও এলাকাবাসী জানান, গত ২৮ জুলাই জমি-সংক্রান্ত বিরোধের জেরে কবিরের চাচাতো ভাই এবং তাদের সহযোগীরা কবিরকে বাড়ির পাশের বাগানে ডেকে নিয়ে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখায়। ভীত-সন্ত্রস্ত কবির দৌড়ে বাড়ি ফিরে গিয়ে কাঁপতে কাঁপতে পরিবারের সদস্যদের ঘটনার কথা জানান।

এর পরদিন ২৯ জুলাই সন্ধ্যা থেকে কবির নিখোঁজ ছিলেন। পরিবার খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। নিখোঁজের তৃতীয় দিন কবিরের ঘরের সামনে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে লেখা ছিলো “কবিরকে মেরে ফেলা হয়েছে, পরবর্তী টার্গেট তার ছোট ভাই কামরুল।”

অবশেষে ১ আগস্ট সকালে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় কবিরের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মরদেহের হাতে-পায়ে, বুকে ও চোখে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন পুলিশ।

পরিবারের অভিযোগ, সুস্পষ্ট তথ্য থাকা সত্ত্বেও পুলিশ হত্যা মামলাসুস্পষ্ট তথ্য থাকা সত্ত্বেও পুলিশ হত্যা মামলা নেয়নি, বরং অপমৃত্যুর মামলা রুজু করে এবং সন্দেহভাজনদের ছেড়ে দেয়। পরে পরিবার আদালতে হত্যা মামলা দায়ের করে।

পরিবারের অভিযোগ, সুস্পষ্ট তথ্য থাকা সত্ত্বেও পুলিশ হত্যা মামলা না নিয়ে “অপমৃত্যু” মামলা রুজু করে এবং আটককৃতদের অল্প সময়ের মধ্যেই ছেড়ে দেয়। পরে তারা আদালতের দ্বারস্থ হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের বোন সুরমা বেগম বলেন, “আমার ভাই বাকপ্রতিবন্ধী ছিলেন। কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, মামলার তদন্ত প্রভাবিত করার চেষ্টা চলছে এবং ময়নাতদন্ত রিপোর্ট নিয়েও তারা সন্দিহান। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে তজুমদ্দিন থানা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাব্বত খান বলেন, আপাতত একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট