নিজস্ব প্রতিবেদকঃ ভোলার চরফ্যাশনে জামায়াতের নির্বাচনী গণসংযোগের সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় জামায়েতের ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার
জিন্নাগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরাবরের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের চরফ্যাশন শাখার নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে নির্বাচনী গণসংযোগে নামেন জিন্নাগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে। এ সময় তারা ৯ নং ওয়ার্ডের চকবাজার এলাকায় আসলে তাদের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।
এ সময় আত্মরক্ষার জন্য জামায়াতের নেতাকর্মীর তাদের উপর হামলা চালায়। প্রায় ঘন্টা ব্যাপী চলা দুই গ্রুপের সংঘর্ষে প্রতিজন আহত হয়। এর মধ্যে জামায়েত দাবি করছেন, বিএনপির হামলায় তাদের ২০ নেতাকর্মী আহত হয়েছে। তাদের মধ্যে ছয়জনকেই চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে বিএনপি নেতারা পুলিশের উপরও চড়ও হয়। পরে ঘটনাস্থলে নৌবাহিনী গিয়ে পরিস্থিতির স্বাভাবিক করে।
এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মিডিয়া সম্পাদক অধ্যাপক মোঃ অধ্যাপক আমির হোসেন সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করছেন।
যদিও এই ঘটনায় পরস্পর পরস্পরকে দায়ী করে উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন বলেন, জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণার নামে ইসলাম নিয়ে জনগণকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এমন ঘটনায় স্থানীয়রা তাদের ওপর চওড়া হয়। একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীরাই স্থানীয়দের উপর হামলা চালায়। তাতে করে সেখানে থাকা আমাদের বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েকজন আহত হয় বলে জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর বাদশা বলেন, খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা এখন পর্যন্ত কোন গ্রুপের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
ফুটেজ এফটিপিতে দেয়া আছে, ভোলা ডিসেম্বর ২০২৫ ফোল্ডারে ভোলা ইলেকশন হামলা ফুটেজ ১৫/১২/২৫ নামে