ভোলা মুক্ত দিবস উপলক্ষে বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঢোল বাদ্য বাজিয়ে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নেয় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানসহ, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরেন বক্তারা।