নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ভোলা সদর উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন খসরু মিয়ার চতুর্থ মৃত্যু বার্ষিকী আজ। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর তিনি বাইপাস অপারেশন পরবর্তী জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের স্ত্রী সহকারী মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন ও ছোট ভাই জেলা শিক্ষা অফিসার মোঃ আজাহারুল হক সকলের কাছে তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চেয়েছেন।
মরহুম আব্দুল্লাহ আল মামুন খসরু মিয়া কাচিয়া মিয়া বাড়ী পরিবারের সদস্য মরহুম আনোয়ারুল হক মেঘু মিয়ার সন্তান এবং ইলিশা মিয়াবাড়ি পরিবারের উত্তরসুরী ছিলেন।