নিজস্ব প্রতিবেদকঃ সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার পাশাপাশি নানাভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। এমনটি বললেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র শ্রমিক পার্টির ভোলা জেলার সভাপতি জামাল উদ্দিন চকেট। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চোদ্দঘর স্কুল সংলগ্ন চৌমাথা এলাকার বিজেপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
শ্রমিক পার্টির এই নেতা বলেন, বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের শাসনামলে তার নির্বাচনী এলাকা মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করেছেন। প্রায় ৯৯ ভাগ জনসমর্থন থাকা সত্ত্বেও এমনকি বিপুল ভোটে তিনি নির্বাচিত হওয়া সত্ত্বেও তৎকালীন আওয়ামীলীগ সরকার তাকে নির্বাচিত হতে দেয়নি। উল্টো তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেয়া সহ তাকে নানাভাবে হয়রানি করেছে। স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের পর নতুন করে যখন দেশ স্বাধীন হলো ঠিক সেই মুহূর্তেই আরেকটি দলের কিছু কুচক্রী মহল নদীর ওপারের কয়েকটি চর দখলসহ বিভিন্ন জায়গার লুটপাট ও দখলবাজি করতে উঠে পড়ে লেগেছে। যখনই তিনি সেই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ানোর পাশাপাশি তাদের অপকর্ম রুখে দিতে বাধা হয়ে দাঁড়িয়েছেন, ঠিক সেই মুহূর্তেই ওই চক্রটি তাকে নানাভাবে হয়রানির পাশাপাশি তার বিরুদ্ধে শুরু করেছে অপপ্রচার। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপূন্ন করার পাশাপাশি তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিভিন্নভাবে তাকে হেনস্তা করার জন্য বরাবরই চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে তাকে হেনস্তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কোন ষড়যন্ত্রই তাকে পিছু হটাতে পারেননি। কেননা তার মধ্যে থাকা সততা ও নৈতিকতার কাছে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে।
তিনি আরো বলেন, শহরের কিছু কিছু নামিদামি লোকেরা নদীতে এবং চরে গিয়ে সাধারণ মানুষের উপর লুটপাট ও দখলদারিত্ব চালাচ্ছে। বরাবরই তিনি ওই সকল অসহায় মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতার পাশাপাশি ওই সকল লুটপাটকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আজ যখনই তারা পরাস্ত হতে শুরু করেছেন ঠিক সেই মুহূর্তেই তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে মামলা হামলা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানো শুরু করেছে।
বিজেপি নেতা জামালউদ্দীন চকেট বলেন, তার নেতা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের নীতি নৈতিকতা ও আদর্শে তিনি বিশ্বাস করেন। তিনি বরাবর চেয়েছেন তার নেতাকেই অনুসরণ ও অনুকরণ করতে। তাই তার দলের চেয়ারম্যান পার্থ ভাইয়ের সম্মান বজায় রাখতে বরাবরি তার নির্বাচনী এলাকা মদনপুর সহ এর আশপাশে এলাকার সাধারণ মানুষের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেয়ার পাশাপাশি তাদের সুখ-দুখে সর্বক্ষেত্রে তিনি সহযোগিতা করে গেছেন।
এমনকি কোন মানুষ যদি তার বিরুদ্ধে কোন ধরনের নির্যাতন অত্যাচার কিংবা তার দ্বারা কোন কারো ক্ষতি হয়েছে এমন কোন প্রমাণ দিতে পারেন, তাতে করে প্রশাসন তার বিরুদ্ধে যে কোন ধরনের ব্যবস্থা নিলে তিনি তা মাথা পেতে নিবেন বলেও বলিষ্ঠ কন্ঠে তিনি জানিয়েছেন।
একই সাথে সম্প্রতি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির পক্ষ থেকে ভোলার বিভিন্ন ইউনিয়ন ব্যাপী যে সকল কর্মসূচি হয়েছে, তাতে যারা বাধা দিয়ে ওই সকল কর্মসূচিকে প্রতিহত করার চেষ্টা করেছে, তাদেরকে এ ধরনের ন্যাক্কার জনক ও ঘৃণিত কর্মকান্ড পরিহার করার আহ্বান জানান তিনি। পাশাপাশি আগামী দিনগুলোতে বিজেপির সকল কর্মকাণ্ড যেনো শান্তিপূর্ণভাবে করতে পারে সেই ব্যাপারেও প্রতিপক্ষের পাশাপাশি প্রশাসনের প্রতি জোরালো আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাপ্তা ইউনিয়নের বিজেপি ও শ্রমিক পার্টির বিভিন্ন নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।