এইচ এম জাকিরঃ ভোলা থেকে অন্যত্র পাচারকালে মিমজাল পরিবহন নামক যাত্রীবাহী একটি বাস থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করেন র্যাব।
রবিবার রাতে সদর উপজেলার পরানগঞ্জের বিশ্বরোড এলাকায় যশোরের উদ্দেশ্যে রওনা হওয়া বাসে অভিযান পরিচালনা করে এ সকল ঔষধ জব্দ করা হয়।
র্যাব জানায়, ভোলা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হযওয়া মিন জাল নামক যাত্রীবাহী একটি বাসে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ পাচার হচ্ছে, এমন এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি টিম ওই বাসে অভিযান চালায়। এ সময় বাসের কয়েকটি বাংকারে কার্টুন ভর্তি অবস্থায় রাখা বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়।
যার অধিকাংশ প্যাকেটের ঔষুধ গুলোই মেয়াদোত্তীর্ণ রয়েছে। যা মানব দেহের জন্য সম্পূর্ণ ক্ষতিকারক।
তারা আরো জানান, লালমোহন থেকে এই ঔষধগুলো কোন এক রিপ্রেজেন্টেটিভ গাড়ি করে তার যশোরের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছেন। হয়তোবা ওই রিপ্রেসেন্টেটিভ তার নির্ধারিত টার্গেট পূরণ করতে না পারায় দীর্ঘদিন ঔষধগুলো রেখে মেয়াদ শেষ করে ফেলেছেন। তাই এই জেলা থেকে ঔষধগুলো নিয়ে তার যশোরের বাড়ি এলাকায় নিয়ে সেখানকার বিভিন্ন দোকানে বিক্রি করতে পারে বলে ধারণা করছেন র্যাব। যদি এর সাথে জড়িত কাউকে পাওয়া না গেলেও জব্দকৃত ঔষধ গুলো পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তারা।