নিজস্ব প্রতিবেদকঃ “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (১৭ই আগষ্ট) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে Physical Endurance Test (PET)-এর ১ম দিনের ইভেন্টের জন্য প্রাথমিকভাবে আবেদনকারী প্রার্থীদের সকাল ৭টা হতে পুলিশ লাইন্স এর প্রবেশদ্বারে প্রাথমিক উচ্চতা পরিমাপ করা হয়। এরপর বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই এর জন্য পুলিশ লাইন্স মাঠে নিয়ে যাওয়া হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে যোগ্য প্রার্থীদের কোনরকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

এ সময় নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহিদুর রহমান বিপিএম, পিপিএম, বরিশাল পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এর সহকারী পুলিশ সুপার (আইসিটি) শেখ মাহমুদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, তজুমদ্দিন সার্কেল সহকারী পুলিশ সুপার অরিত সরকার, চরফ্যাশন সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান সহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।