1. live@www.skynewsbd24.com : Sky NEWS BD24 : Sky NEWS BD24
  2. info@www.skynewsbd24.com : Sky NEWS BD24 :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় এনআরবিসি ব্যাংকের আয়োজনে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঋণ বিতরণ ভোলায় কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত দ‌রিদ্র ঈমনের চি‌কিৎসার দায়ীত্ব নিলেন ভোলার গণমাধ্যম কর্মীরা ভোলার দারুল হাদিস কামিল মাদরাসার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে অ্যালামনাইদের আনুষ্ঠানিক রেজিষ্ট্রেশন উদ্বোধন রাজনৈতিক কোন্দল ও বিভিন্ন অপপ্রচারে চরম বিপাকে চরফ্যাশন উপজেলা প্রশাসন আজ বিজেপি নেতা খসরু মিয়ার চতুর্থ মৃত্যু বার্ষিকী অগ্রহণযোগ্যরাই পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছে, মেজর (অব)হাফিজ ভোলায় আরিফ হত্যার তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান, পিবিআই বা সিআইডির কাছে মামলা হস্তান্তরের দাবি  ভোলায় গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা ছেলের হাতেই খুন হয়েছে বাবা, নিশ্চিত করলো পুলিশ

ভোলায় কোস্টগার্ডের সংবাদ সম্মেলন, উঠে আসছে সাত মাসের ব্যাপক অর্জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

এইচ এম জাকিরঃ বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিগত ৭ মাসের বিভিন্ন সাফল্য ও অর্জন তুলে ধরেছেন। রোববার (১৭ আগস্ট) সকালে ভোলার খেয়াঘাট সড়কের কোস্টগার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ের এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বিগত ৭ মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান ও মাদক পাচার দমন, অবৈধ ট্রলিং প্রতিরোধ ও সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদান সহ সকল কর্মকান্ডের সফলতা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কামান্ডার ক্যাপ্টেন মোঃ ইমাম হাসান আজাদ জানান, বিভিন্ন সময় জাটকা নিধন, মা ইলিশ সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন পরিচালিত অভিযানে প্রায় ৪ হাজার ২শ’ ২৪ কোটি টাকা মূল্যের ৬৫ কোটি মিটার অবৈধ জাল, ১ হাজার ৫শ’ টি বেহুন্দি জাল ও ৫হাজার ৬শ’ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়।

এছাড়াও ২৩ কোটি ৬২ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৭৭ হাজার কেজি জাটকা, ২০ হাজার কেজি ইলিশ মাছ, ৩১ হাজার কেজি সামুদ্রিক মাছ, ১৭ হাজার কেজি পাঙ্গাস পোনা এবং ৬ কোটি ৭২ লক্ষ পিস চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়।

একে একে জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করায় মাছের বিচরণ পূর্বের তুলনায় বর্তমানে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
সম্প্রতি বাংলাদেশের উপকূলীয় এলাকায় কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী অধিক লাভের আশায় বোটে অবৈধ ট্রলিং গিয়ার ও কারেন্ট জাল সংযোজন করে মাছ ধরছে। এতে সামুদ্রিক জীববৈচিত্র ধ্বংস, মাছের প্রজনন ব্যাহত ও স্থানীয় জেলেদের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে।

এই প্রেক্ষিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সম্প্রতি ১শ’ ৩৫ কোটি টাকা মূল্যের ১শ’ ৩৩ টি অবৈধ ট্রলিং বোট জব্দ করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করেছে।
এছাড়াও গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে গত ৫ মাসে ২৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড তাজা গোলা, ১ রাউন্ড গোলার খোসা, ২৭টি হাত বোমা, ৪টি রকেট ফ্লেয়ার, ৩৯টি দেশীয় ধারালো অস্ত্র ও ২০ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ডাকাতি করা ২৩৪.৬৯২ গ্রাম ওজনের স্বর্ণালংকার, ৩০.৬২ গ্রাম ওজনের স্বণের প্রলেপযুক্ত অলংকার এবং ১২৬.১২ গ্রাম ওজনের রুপার অলংকার উদ্ধারসহ ৪৩ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত আটক করা হয়। মাদক বিরোধী অভিযানে প্রায় ২১ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ১৮ কেজি ৮শ’ ৪০ গ্রাম গাঁজা, ৫টি গাঁজা গাছ ও ৩ হাজার ১শ’ ৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ২ কোটি ৩৯ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ৯শ’ কেজি হাঙর, ৮শ’ ৪৫ কেজি শাপলা পাতা, ৩০ হাজার ৮০ কেজি অবৈধ পলিথিন, ১০ হাজার ২শ’ ৫০ লিটার অবৈধ অপরিশোধিত পাম ওয়েল জব্দ করা হয়।

এছাড়াও ১ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ১শ’ ৯০ কেজি হরিণের মাংস, ১টি হরিণের সিং এবং প্রায় ৭ লক্ষ ৫৪ টাকা মূল্যের ৫ হাজার ৮শ’ ৮৯টি বিভিন্ন ধরনের আঁতশবাজি ও ১৯ হাজার ৬শ’ স্টিক বিভিন্ন বিদেশি ব্রান্ডের সিগারেট ও অবৈধ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আটক করা হয়েছে।
একই ভাবে অবৈধ বালু উত্তোলন রোধে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন কর্তৃক স্থানীয় জনসাধারণের অভিযোগ এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে গত ৬ মাসে ১শ’ ৯ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৭০টি ড্রেজার ও ৫৮টি বাল্কহেড জব্দ করা হয়েছে।
অন্যদিকে গত ৬ মাসে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে ১ হাজার ১শ’ ২০ জন অসহায়, গরিব ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ সরবরাহ করা হয়েছে। সার্চ ও রেসকিউ অভিযানে ৫শ’ ২০ জনকে জীবিত এবং ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়াও কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের সহযোগিতায় বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রমও পরিচালিত হয়েছে। গত ১০ এপ্রিল জলদস্যুদের কবল থেকে ৪টি ফিশিং ট্রলার ও ৬৭ জন জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের নিয়মিত অভিযানে ১৯ জন দুস্কৃতিকারীকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। উপকূলীয় এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে ২৪ ঘণ্টা টহল চালু রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে ভোলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মৎস্য সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসকল এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান ও মাদক পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এছাড়াও কোস্টগার্ডের নিরলস প্রচেষ্টায় পায়রা বন্দর বর্তমানে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ এলাকায় নিয়মিত ফুট পেট্রোল প্রদান, জাহাজ এবং উচ্চ গতি সম্পন্ন বোটের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা প্রদান করে আসছে। সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্টগার্ড। একইভাবে ভবিষ্যতেও তাদের কার্যক্রমসমূহ অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ড দক্ষিণ জোন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট